kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

অক্ষয় একাই পাঁচ নায়িকার সমান!

রংবেরং ডেস্ক   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅক্ষয় একাই পাঁচ নায়িকার সমান!

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে মহাকাশ গবেষণা নিয়ে প্রথম বলিউড ছবি ‘মিশন মঙ্গল’। কিন্তু মুক্তির আগেই ছবিটি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। যার একটি পোস্টার-বিতর্ক তো থামছেই না। কিছুদিন আগেই ছবির একটি পোস্টার প্রকাশিত হয়, যেখানে অক্ষয় কুমারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। অথচ ছবিতে আরো আছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, নিথিয়া মেনন, কীর্তি কুলহারি—পাঁচ পাঁচজন অভিনেত্রী। ছবিতে তাঁদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। এর পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন, এটা পরিষ্কার বৈষম্য। পোস্টার-বৈষম্য নিয়ে চলমান বিতর্ক যৌক্তিক বললেও ছবির অন্যতম অভিনেত্রী তাপসী পান্নু সবাইকে বাস্তবতা মেনে নিতে বলেছেন। ছবির প্রচারে এসে অভিনেত্রী বলেন, ‘ছবির ব্যবসার কথাও আমাদের মাথায় রাখতে হয়। এটা একটা বড় বাজেটের বহু তারকাময় ছবি। প্রচারের জন্য আমাদের অনেক কিছুই করতে হয়।’ গেল চার বছর ধরে অক্ষয় অভিনীত প্রায় সব ছবিই ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। এমন বাস্তবতায় তাপসী বলেন, ‘পোস্টারে অক্ষয়ের ছবি বড়, কারণ আছে। উনি একা যা করতে পারবেন আমরা পাঁচ নায়িকা মিলেও তা পারব না। সত্যি হলো এটাই, ছবিতে আমরা কেউ না থাকলেও কেবল অক্ষয়ের জন্যই এটা বড় শুরু পাবে।’

পোস্টার-বিতর্ক ছাড়া তাপসী কথা বলেছেন নিজের অভিনয় নিয়ে। জানিয়েছেন, একটার পর একটা বৈচিত্র্যময় আর চ্যালেঞ্জিং চরিত্র পাচ্ছেন তিনি। বলেছেন শুধু মাথা ন্যাড়া হওয়া ছাড়া চরিত্রের জন্য যেকোনো কিছুই করতে প্রস্তুত তিনি!

মন্তব্যসাতদিনের সেরা