kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

ওজন কমাবেন আমির খান

রংবেরং ডেস্ক   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচরিত্রের প্রয়োজনে ওজন কমানো-বাড়ানো আমির খানের জন্য নতুন কিছু নয়। আগে ‘দঙ্গল’-এর জন্যও এমনটা করেছিলেন। তাতে তরুণ ও বৃদ্ধ মহাবীর সিং প্যাগোটের চরিত্রে দেখা যায় অভিনেতাকে। এ জন্য একবার ওজন বাড়িয়ে ফের কমাতে হয়েছিল। এবার ‘লাল সিং চাড্ডা’র জন্য ২০ কেজি ওজন ঝরাবেন তিনি। এ বছরের শেষের দিকে হবে শুটিং। সে জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন আমির। পুষ্টিবিদের দেওয়া রুটিন অনুযায়ী খাবার খাচ্ছেন, ফিটনেস ট্রেনারের পরামর্শমতো ব্যায়াম করছেন। ‘লাল সিং চাড্ডা’ হলিউডের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। জানা গেছে, ছবিটির হিন্দি স্বত্ব কিনতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অভিনেতাকে। হিন্দি রিমেক মূল ছবিটার প্রতি সুবিচার করতে পারবে কি না সেই শঙ্কায় প্রযোজনা সংস্থা ছবির স্বত্ব দিতে রাজি হচ্ছিল না। পরে আমির নিজে কথা বলেন। জানান ছবিটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন তিনি। এর পরই প্রযোজনা সংস্থা রাজি হয়। এ জন্য স্বত্ব পেতে পাঁচ বছর লেগে যায়। ছবিটি ২০২০ সালের বড় দিনে মুক্তি পাওয়ার কথা।

মন্তব্যসাতদিনের সেরা