kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

একসঙ্গে তাঁরা তিন

রংবেরং ডেস্ক   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকসঙ্গে তাঁরা তিন

টেইলর সুইফট, কেটি পেরি, সেলেনা গোমেজ তিনজন ঘনিষ্ঠ বন্ধু। মাঝে একটা ইস্যু নিয়ে সুইফট-পেরির ঝামেলা হয়েছিল। কিছুদিন আগে সেটা মিটমাট হয়ে গেছে। নতুন খবর হলো, সময়ের সবচেয়ে জনপ্রিয় এই তিন তারকা একসঙ্গে একটি সিঙ্গেল গাইবেন! ২৩ আগস্ট মুক্তি পাবে সুইফটের সপ্তম স্টুডিও অ্যালবাম ‘লাভার’। সেখানেই থাকবে গানটি। সম্প্রতি অ্যালবামটির মুক্তি উপলক্ষে নির্বাচিত ভক্তদের নিয়ে একটি গোপন পার্টি করেন সুইফট। ‘লাভার সিক্রেট সেশনস’ নামের ওই পার্টিতে হাজির এক ভক্ত ফাঁস করেছেন তিন তারকার সিঙ্গেলের কথা। তিনি জানান, নারী ক্ষমতায়নের জয়গান থাকবে গানটিতে। আগে ‘ব্যাড ব্লাড’-এ সেলেনা ও সুইফট একসঙ্গে গেয়েছেন। পেরির সঙ্গে কিছুদিন আগেই সুইফট গেয়েছেন ‘কাম ডাউন’। কিন্তু তিন তারকাকে একসঙ্গে গাইতে শোনা যায়নি আগে। এবার সেটাই হতে চলেছে। তাঁদের একসঙ্গে গাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা ঝড় তুললেও সুইফট, পেরি বা সেলেনা কেউ-ই এ বিষয়ে এখনো মুখ খোলেননি।

মন্তব্যসাতদিনের সেরা