kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

আরো খবর

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে► ঈদে প্রকাশ পাবে মেহরীনের নতুন গান ‘যাযাবর’।

► কোরবানির ঈদে একসঙ্গে দুই শতাধিক গান প্রকাশ করেছে জি সিরিজ। বিশ্বসাহিত্য কেন্দ্রে হয়েছে সেই প্রকাশনা উৎসব।

► ‘গানের রাজা’খ্যাত শফিকুলের গাওয়া প্রথম মৌলিক গান এক দিনেই ১০ লাখ ভিউ হয়েছে।

► প্রকাশ পেয়েছে ‘সাপলুডু’ ছবির প্রথম গান। 

► উপস্থাপনায় ফিরছেন আফসানা মিমি। ঈদে একটি গানের অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি।

► সাগরতলের প্রেক্ষাপটে একটি সাই-ফাই ছবি বানানোর পরিকল্পনা করছেন ‘২.০’ পরিচালক এস শংকর। তাতে অভিনয়ের জন্য প্রথমে হৃতিক রোশানের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কিন্তু হৃতিক এর মধ্যে ‘সত্তে পে সত্তা’ ছবি করতে রাজি হওয়ায় তাঁর বদলে শাহরুখ খানকে নেওয়ার কথা ভাবছেন শংকর।

► শাহরুখ খানকে ৮ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে দশম ভারতীয় চলচ্চিত্র উৎসবে ‘এক্সিলেন্স ইন সিনেমা’ পুরস্কার দেওয়া হবে।

► নরেন্দ্র মোদির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছেন নীরাজ পাণ্ডে। শোনা যাচ্ছে, তাতে অভিনয় করবেন অক্ষয় কুমার।

► সামনের কয়েক মাসে কাশ্মীরে ‘সড়ক ২’ ও ‘শেরশাহ’ ছবির দৃশ্যধারণ করার কথা ছিল সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রাসহ বেশ কয়েকজন তারকার। কিন্তু ভারতীয় সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাদ দেওয়ার ঘটনার পরে সেগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে।

► বরুণ ধাওয়ান মহারাষ্ট্রের কৃষকদের জন্য তহবিল গঠন করতে ভক্তদের সঙ্গে পেইন্টবল খেলবেন। আয়োজক অর্জুন কাপুরের বোন অংশুলি কাপুরের সংগঠন ‘ফ্যানকাইন্ড’।

মন্তব্যসাতদিনের সেরা