kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

টিভি হাইলাইটস

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

অণিমা রায়

মিউজিক ক্লাব

বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে রয়েছে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’। আজকের অতিথি রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়। অনুষ্ঠানে গাওয়ার পাশাপাশি সংগীত জীবনের নানা গল্প শোনাবেন তিনি। দর্শকরাও ফোন কলের মাধ্যমে পছন্দের গানের অনুরোধ করতে পারবেন।

 

ডন

মাছরাঙা টেলিভিশনে রাত ৮টায় রয়েছে ধারাবাহিক নাটক ‘ডন’। রচনায় মুহাম্মদ মামুন-অর-রশীদ ও মানস পাল, পরিচালনায় আহমেদ রোহান রুবেল ও হানিফ খান। উপদেষ্টা পরিচালক জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, নিপুণ, আলীরাজ, তারিক স্বপন, আবিদ রেহান, সুজাত শিমুল প্রমুখ।

 

দ্য গার্ডিয়ানস অব দ্য আমাজন

আমাজন বনকে বিশ্বের সবুজ ফুসফুস বলা হয়। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বনটি এখন বিপন্ন। একে রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে স্থানীয় আদিবাসী সম্প্রদায়। এ নিয়ে তথ্যচিত্র রাত ১১টা ১৫ মিনিটে,  ডয়চে ভেলেতে।

 

কাহা হাম কাহা তুম

একজন অভিনেত্রী, অন্যজন ডাক্তার। ঘটনাচক্রে দুজনের দেখা হয়। তাঁরা পরস্পরের প্রেমে পড়েন। প্রধান দুই চরিত্র করেছেন দীপিকা কাকর ও করণ গ্রোভার। ধারাবাহিকটি দেখা যাবে রাত ৯টা ৩০ মিনিটে, স্টার প্লাসে।

মন্তব্যসাতদিনের সেরা