kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

সোনাক্ষীর জবাব

রংবেরং ডেস্ক   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসোনাক্ষীর জবাব

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘মিশন মঙ্গল’। ছবিটির গল্প গড়ে উঠেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের একটি অভিযানকে কেন্দ্র করে। মূলত সে অভিযানের পেছনে কাজ করা নারী বিজ্ঞানীদের কথাই তাতে উঠে এসেছে। অথচ গত মাসে যখন ‘মিশন মঙ্গল’-এর পোস্টার প্রকাশ পেল, দেখা গেল সেখানে পুরো পোস্টারে শোভা পাচ্ছে অক্ষয় কুমারের মুখ। অথচ অক্ষয়ের সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা ও তাপসী পান্নুর মতো তারকারা। কিন্তু তাঁরা সবাই মিলেও অক্ষয়ের সমান জায়গা পাননি। তখন বিষয়টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। গতকাল ভারতের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় সে প্রশ্নের মুখোমুখি হন সোনাক্ষী। দিয়েছেন সোজাসাপ্টা জবাব, ‘কথায় আছে, যা বিক্রি হয়, তাই দেখানো হয়। ছবিতে আমরা যাঁরা অভিনয় করেছি, তাঁদের মধ্যে অক্ষয়ই সবচেয়ে বড় তারকা। তাঁর ছবির আয় সবার চেয়ে বেশি। তাই প্রচারণায় তাঁকে বেশি গুরুত্ব দেওয়া হবে সেটাই স্বাভাবিক।’ আর এই ব্যাপারটা যে কাজের সময় কোনো প্রভাব রাখেনি, বলেছেন সেটাও, ‘ছবিটিতে আমরা এতজন অভিনয় করেছি। কিন্তু শুটিংয়ের সময় কখনোই কাউকে ছোট বা বড় করে দেখা হয়নি।’

মন্তব্যসাতদিনের সেরা