kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

পাটকেল ফিরিয়ে দিলেন

রংবেরং ডেস্ক   

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপাটকেল ফিরিয়ে দিলেন

তাপসী পান্নু নাকি কঙ্গনা রানাওয়াতের ‘সস্তা নকল’! মাসখানেক আগে ইনস্টাগ্রামে এমনটাই লিখেছিলেন কঙ্গনার বোন রাঙ্গোলি শ্যান্ডাল। ইটের বদলে এবার সুদে-আসলে পাটকেল ফিরিয়ে দিলেন তাপসী। শুক্রবার ভারতের একটি গণমাধ্যম তাঁকে নিয়ে দীর্ঘ লেখা প্রকাশ করেছে। তাতে অভিনেত্রীর দক্ষিণী ছবি থেকে বলিউডের নিয়মিত মুখ হয়ে ওঠার গল্প উঠে এসেছে। প্রশংসা করা হয়েছে তাঁর অভিনয় থেকে শুরু করে ছবি নির্বাচনেরও। লেখাটির শিরোনাম, ‘বাস্তবে তাপসী পান্নুই বলিউডের নতুন কুইন’। শিরোনামের ‘কুইন’ শব্দটা নিয়েই রাঙ্গোলি তথা কঙ্গনাকে খোঁচা মেরেছেন তাপসী। ইঙ্গিতটা কঙ্গনার একই নামের ছবির দিকে। ইনস্টাগ্রামে সে লেখার লিংক দিয়ে তাপসী লিখেছেন, ‘এসব কথা বলবেন না। তাঁকেই কুইন থাকতে দিন। নইলে আবার বলবে আমি নকল করেছি!’ সঙ্গে লেখার জন্য গণমাধ্যমটিকে ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেত্রী, ‘আমি আসলে শুধু অভিনয়টাই করে যেতে চাই। লেখাটার জন্য ধন্যবাদ। আপনাদের কাছে শুধু এই সমর্থনটুকুই চাই।’

উল্লেখ্য, গত মাসের শুরুতে কঙ্গনার ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’র ট্রেইলারের প্রশংসা করে টুইট করেছিলেন তাপসী। তাতে কারো নামই উল্লেখ করেননি অভিনেত্রী। পোস্টে কঙ্গনার নাম না দেখে খেপে গিয়ে রাঙ্গোলি টানা কয়েকটি টুইটে তাপসীকে আক্রমণ করেন। সেখানেই তাপসীকে কঙ্গনার ‘সস্তা নকল’ বলেছিলেন তিনি। সুযোগ পেয়ে এবার তারই শোধ নিলেন তাপসী।

মন্তব্যসাতদিনের সেরা