মধুগুঞ্জন
মধুগুঞ্জন
এটিএন বাংলায় বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘মধুগুঞ্জন’। আজকের পর্বের অতিথি সৈয়দ আব্দুল হাদী। গান গাওয়ার পাশাপাশি সংগীত জীবনের নানা বিষয় নিয়ে আলাপচারিতায় অংশ নেবেন তিনি। উপস্থাপনায় কাজলী আহমেদ।
ঘুমন্ত শহরে
এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’। গল্প ও পরিচালনায় নজরুল ইসলাম রাজু। অভিনয়ে এফ এস নাঈম, অর্ষা, ফারহানা মিলি, ভাবনা, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, জিয়াউল হাসান কিসলু, মিলি বাশার, মাজনুন মিজান, শামীমা তুষ্টি প্রমুখ।
মেগা ফ্যাক্টরিজ
বড় বড় পণ্য উৎপাদন কারখানা এখন প্রায় পুরোপুরি প্রযুক্তিনির্ভর। বিশাল কর্মযজ্ঞের এসব কারখানায় কিভাবে কাজ হয়? কিভাবে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা হয়? এ নিয়ে তথ্যচিত্রটি দেখা যাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে।
ব্রেক্সিট
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসা নিয়ে নির্মিত এই টিভি সিরিজ। প্রধান চরিত্র করেছেন বেনেডিক্ট কম্বারব্যাচ। আজ থেকে শুরু হওয়া সিরিজটির প্রথম পর্ব রাত ১০টা ৩০ মিনিটে, জি ক্যাফেতে।
মন্তব্য