kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

টোয়ালাইট বিড়ম্বনা

রংবেরং ডেস্ক   

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০০৮ সালে মুক্তি পাওয়া ‘টোয়ালাইট’ রাতারাতি বদলে দিয়েছিল তাঁর জীবন। এই ছবিই ক্রিস্টেন স্টুয়ার্টের পুরো ক্যারিয়ারকে নতুন মাত্রা দেয়। তবে এত যশ-খ্যাতি একদমই পছন্দ করেননি অভিনেত্রী। ‘টোয়ালাইট’ পরবর্তী সময়ে জনপ্রিয়তা বরং ক্রিস্টেনের মনে হতাশা তৈরি করত। ‘ভ্যানিটি ফেয়ার’কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি একটু আড়ালে থাকতে চাই। সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা খুবই বিরক্তিকর। সে সময়ে [‘টোয়ালাইট’ মুক্তির পর] সেটাই হয়েছিল, যা একদমই পছন্দ করতাম না।’  ইদানীং অবশ্য একদমই আলোচনায় নেই ক্রিস্টেন। জনপ্রিয় ঘরানার সিনেমা না করা যার বড় কারণ। গেল কয়েক বছর শুধু স্বাধীন ঘরানার ছবিতেই দেখা যাচ্ছে তাঁকে। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা ঝামেলায় ছেদ পড়েছে অভিনয় ক্যারিয়ারে। অভিনেত্রী কিছুদিন আড়ালে থেকে বেশ খুশিই হয়েছেন। ক্রিস্টেনকে দ্রুতই দেখা যাবে ‘চার্লিজ অ্যাঞ্জেল’-এর রিবুটে। ছবিতে আরো আছেন এলিজাবেথ ব্যাংকস, নওমি স্কট, এলা বালিনস্কা। 

মন্তব্যসাতদিনের সেরা