kalerkantho

রবিবার । ২৬ জানুয়ারি ২০২০। ১২ মাঘ ১৪২৬। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১     

আড্ডায় জেমসের গান

গাইলেন অপূর্ব, গিটারে নিশো

রংবেরং প্রতিবেদক   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইলেন অপূর্ব, গিটারে নিশো

আফরান নিশো ও জিয়াউল ফারুক অপূর্ব—টিভি নাটকের শীর্ষ দুই পুরুষ তারকা। শোবিজে আসার আগে থেকেই তাঁরা ভালো বন্ধু। ঢাকা জীবনের শুরুর দিকে দুজন একসঙ্গে থেকেছেন, গান-বাজনাও করেছেন। দীর্ঘদিন পর এক ঘরোয়া আড্ডায় দুই বন্ধুকে আবার দেখা গেল গাইতে। অপূর্ব ধরেছেন জেমসের গান ‘যদি কখনো ভুল হয়ে যায়, তুমি অপরাধ নিও না’, সঙ্গে গিটার বাজালেন নিশো। শুক্রবার রাতের সেই গানের আড্ডার একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল। অপূর্বর গায়কির প্রশংসা করেছেন হাজার হাজার শ্রোতা। অপূর্ব-নিশো জনপ্রিয় অভিনেতা হলেও নাটকের গানে কণ্ঠ দিয়েছেন বেশ কয়েকবার। ভক্তরাও লুফে নিয়েছে গানগুলো।

আড্ডাটা কখন, কোথায় হয়েছে জানতে চাইলে রাজ বলেন, ‘১ আগস্ট রাতের ঘটনা এটি। অপূর্বর বাসাতে বসেছিলাম আমরা কয়েকজন। হঠাৎ মনে হলো একটা গান হয়ে যাক! তখন জেমস ভাইকে উৎসর্গ করে গানটি গাইলেন অপূর্ব। একপাশে থাকা গিটারটা হাতে তুলে নেন নিশো। নিশোরও গাওয়ার কথা ছিল। কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় সেদিনের মতো আড্ডাটা স্থগিত করা হয়।’

মন্তব্যসাতদিনের সেরা