জিম ক্যারি ও আরিয়ানা গ্রান্দে
আরিয়ানা গ্রান্দে এই সময়ের সংগীত তারকাদের মধ্যে জনপ্রিয়দের একজন। তাঁকে এক পলক দেখার জন্য মুখিয়ে থাকে ভক্তরা। তবে গ্রান্দে নিজেও একজনের অন্ধ ভক্ত। এতটাই যে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার পর অনেকক্ষণ মুখ দিয়ে কথাই বের হয়নি। এ ঘটনা ঘটেছে অভিনেতা জিম ক্যারির সঙ্গে দেখা হওয়ার পর। অভিনেতার সঙ্গে কমেডি সিরিজ ‘কিডিং’-এর দ্বিতীয় সিজনে অতিথি চরিত্র করছেন গ্রান্দে। সে অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়িকা লিখেছেন, ‘এমন একটা মুহূর্ত যখন কথা বলা যায় না। তাঁর সঙ্গে অভিনয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত। তিনি স্বপ্নের নায়ক।’
মন্তব্য