kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

বিচ্ছেদ-যন্ত্রণা

রংবেরং ডেস্ক   

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিচ্ছেদ-যন্ত্রণা

সহকারী পরিচালক চরিত দেশাইয়ের সঙ্গে পরিণীতির সম্পর্ক নিয়ে একসময় অনেক খবর হয়েছে। যদিও সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি অভিনেত্রী। খুললেন ভাঙার পর। চরিতের নাম উল্লেখ না করেই জানালেন সম্পর্ক ভাঙার পর কতটা কঠিন সময় পার করতে হয়েছে তাঁকে। ‘ইন্ডিয়া টুডে’কে পরিণীতি বলেন, ‘একবারই আমার হৃদয় ভেঙেছে, সেটা ছিল ভয়ংকর অভিজ্ঞতা। পুরো এলোমেলো হয়ে গিয়েছিলাম। সন্দেহ নেই, সেটাই ছিল জীবনের সবচেয়ে খারাপ সময়। এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। ওই সময় আমার পরিবারকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তবে বিচ্ছেদ আমাকে পরিণত করেছে। ঈশ্বরকে ধন্যবাদ যে সেই সময় ফেলে আসতে পেরেছি।’

বিচ্ছেদ-যন্ত্রণা নিয়ে মুখ খুললেও কার সঙ্গে বিচ্ছেদ হয়েছে সেটা জানাননি অভিনেত্রী। তাঁর কাছে চরিত দেশাইয়ের নাম ধরে জানতে চাওয়া হলেও তাঁর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি তিনি।

মন্তব্যসাতদিনের সেরা