kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

আরো খবর

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► বানভাসি মানুষদের জন্য তহবিল তৈরির ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

► ঈদের জন্য ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বেপরোয়া’ ছবি দুটির হল বুকিং চলছে। মাত্র দুটি ছবি মুক্তি পেতে যাওয়ায় অসন্তুষ্ট হল মালিকরা।

► প্রযোজনায় সঞ্জয় দত্তর স্ত্রী মান্যতা। ‘প্রস্থানাম’ নামের একটি ছবি প্রযোজনা করবেন তিনি। ছবিতে আছেন সঞ্জয় দত্তও।

► শকুন্তলা দেবীর বায়োপিকে বিদ্যা বালানের স্বামীর চরিত্র করবেন যিশু সেনগুপ্ত।

► দীর্ঘ বিরতির পর ‘জওয়ানি জানেমান’-এ একসঙ্গে দেখা যাবে টাবু ও সাইফ আলী খানকে।

► শিগগিরই ‘কৃষ ৪’-এর কাজ শুরু হবে, নিশ্চিত করেছেন হৃতিক রোশান। জানিয়েছেন ছবির চিত্রনাট্যের শেষাংশ চূড়ান্ত হওয়ার পথে।

► আনুশকা শর্মা, সোনম কাপুরের পর মুম্বাইতে কুকুরের প্রতি বর্বরতার প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাটও।

► দ্বৈত চরিত্র করার জন্য মুখিয়ে আছেন, জানিয়েছেন কারিনা কাপুর খান। তবে এখনো প্রস্তাব পাননি।

মন্তব্য