kalerkantho

বিরতি শেষে ফিরলেন

রংবেরং প্রতিবেদক   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিরতি শেষে ফিরলেন

২০১৭ সালে নুহাশ হুমায়ূনের ‘হোটেল অ্যালব্যাট্রস’-এ শেষবার অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। দুই বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন এই নন্দিত অভিনেতা। হাসান রেজাউলের ‘জলছবি’ টেলিফিল্মে দেখা যাবে তাঁকে। শুভাশিস সিনহার রচনায় এতে আরো অভিনয় করেছেন তারিন ও জ্যোতি সিনহা। গল্পে দেখা যাবে, একজন জনপ্রিয় কবি স্ত্রী থাকার পরও অন্য এক নারীর প্রেমে পড়েছেন। কিন্তু সেই নারী ভালোবাসে আরেক ছেলেকে। নূর বলেন, ‘অভিনয় করেই মানুষের ভালোবাসা পেয়েছি। এখনো সবাই আমাকে ভালোবাসেন, সম্মান করেন। অভিনয়ের প্রতি আলাদা একটা টান আছে। সেই টানেই ফিরতে হলো ক্যামেরার সামনে। হয়তো নিয়মিত অভিনয় করছি না। তবে সময় পেলে এভাবে অভিনয়ের ইচ্ছা আছে।’

মন্তব্যসাতদিনের সেরা