kalerkantho

শনিবার । ১৬ ফাল্গুন ১৪২৬ । ২৯ ফেব্রুয়ারি ২০২০। ৪ রজব জমাদিউস সানি ১৪৪১

আরো খবর

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

মিলি ববি ব্রাউন

► ‘ভারত’ সুপারহিট হওয়ার পর ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক বেড়েছে। ৪০ শতাংশ বেশি পারিশ্রমিকে ছয় বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী।

► ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র প্রচারে বচসায় জড়িয়ে পড়া সাংবাদিকের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ক্ষমা চাইব না, আমাকে নিষিদ্ধ করো।’

► মহারাষ্ট্র সরকারের বিপুল পরিমাণ গাছ কাটার পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন জন আব্রাহাম।

► নেটফ্লিক্সের সিরিজ ‘ফায়ারলি লেন’-এ দেখা যাবে ক্যাথেরিন হেগেলকে।

► প্রথমবারের মতো মার্ভেল স্টুডিওর ছবিতে অভিনয় করবেন অ্যাঞ্জেলিনা জোলি, এটা পুরনো খবর। নতুন খবর হলো, এই সুপারহিরো ছবিতে আরো দেখা যেতে পারে ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি ববি ব্রাউন ও ‘বডিগার্ড’ খ্যাত রিচার্ড মেডেনকে।

মন্তব্যসাতদিনের সেরা