kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

চলচ্চিত্রবিষয়ক কমিটি গঠন

রংবেরং প্রতিবেদক   

৭ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগঠিত হলো চলচ্চিত্র বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান এবং চলচ্চিত্রের উন্নয়নে কিভাবে কাজ করা যায় তার জন্য একটি জাতীয় পরামর্শক কমিটি। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৪ জন সদস্য নিয়ে গঠিত এই কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে ২ জুলাই। প্রথম ১২ জন সদস্যের মধ্যে আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও ফিল্ম আর্কাইভের মহাপরিচালক। বাকি ১২ জন সদস্যের মধ্যে রয়েছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, এফবিসিসিআইর একজন প্রতিনিধি, কালের কণ্ঠ’র সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রযোজক সমিতির একজন প্রতিনিধি, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দীন নওশাদ, অভিনেত্রী সারাহ বেগম কবরী, সুবর্ণা মুস্তাফা, ড. এনামুল হক, পরিচালক মোরশেদুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং যুগ্ম সচিব (চলচ্চিত্র), তথ্য মন্ত্রণালয়।

শুরুতে চলচ্চিত্র নীতিমালার আলোকে চলচ্চিত্রের উন্নয়নে করণীয়, সরকার ও সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান, বিদ্যমান নীতি, আইন ও বিধিমালা পর্যালোচনাসহ বেশ কয়েকটি বিষয়ে কাজ করবে এই কমিটি।

মন্তব্য