kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

আরো খবর

৭ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

♦         কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি ‘ধাকাড়’-এর প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। তাতে কঙ্গনাকে অনেকেই লারা ক্রফট চরিত্রে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তুলনা করছেন।

♦         হৃতিক রোশান ও টাইগার শ্রফ একই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির সম্ভাব্য নাম ‘ফাইটারস’।

♦         মালাইকা অরোরার সঙ্গে এখনই বিয়ের গাঁটছড়া বাঁধছেন না বলে নিশ্চিত করেছেন অর্জুন কাপুর।

♦         শোনা যাচ্ছিল, বিগ বস ১৩-তে উপস্থাপনার জন্য ৪০০ কোটি রুপি [৪৯৪ কোটি টাকা] পারিশ্রমিক পাবেন সালমান খান। এমন গুজবের মুখে কর্তৃপক্ষ প্রকৃত পারিশ্রমিকের হিসাব দিয়েছে। অঙ্কটা ২০০ কোটির মতো

            [২৪৭ কোটি টাকা]।

♦         অবশেষে ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালের নাম ঘোষণা করলেন পরিচালক ইমতিয়াজ আলী। কার্তিক আরিয়ান ও সারা আলী খান অভিনীত ছবিটির নাম রাখা হয়েছে ‘আজকাল’।

♦         গিনেথ প্যালট্রোর সঙ্গে এ পর্যন্ত তিনবার পরিচিত হয়েছেন সেবাস্টিয়ান স্টান। কিন্তু একবারও স্টানকে মনে রাখতে পারেননি প্যালট্রো।

♦         এড শিরানের নতুন অ্যালবাম ‘নাম্বার ৬ কোলাবরেশন’-এর দুটি গান প্রকাশ পেয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা