kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

ভূতের ভয় তাই হরর বাদ!

রংবেরং ডেস্ক   

১৩ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভূতের ভয় তাই হরর বাদ!

রাজনৈতিক, কমেডি থেকে অ্যাকশন—ক্যারিয়ারে নানা ধরনের ছবি করেছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু হরর ছবিতে কখনোই দেখা যায়নি এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অনেকবার সে প্রস্তাবও পেয়েছেন। কিন্তু ফিরিয়ে দিয়েছেন প্রতিবারই। কারণ বাস্তবে তিনি নিজে ভীষণ ভূতে ভয় পান। তাই পর্দায়ও ভূতের মুখোমুখি হতে চান না! ক্যাট বলেন, ‘হরর ছবি? ওরে বাবা! আমার প্রচণ্ড ভূতের ভয়। সহজেই ভয় পেয়ে যাই। হরর ছবি তাই একদমই দেখি না। অন্য কেউ সঙ্গে থাকলেও লাভ হয় না। তার পরও ভয় পাই। ক্যারিয়ারে অনেকবার প্রস্তাব পেলেও তাই ভূতের ছবি করিনি।’ সাক্ষাৎকারে অভিনেত্রী কথা বলেন তাঁর প্রিয় ছবি, অভিনেতা-অভিনেত্রী নিয়েও। জানান, জুলিয়া রবার্টস, মেগ রায়ান, হিউ গ্রান্ট তাঁর ভীষণ প্রিয়। আর পছন্দের ছবির তালিকায় আছে ‘প্রিটি ওম্যান’, ‘ফোর ওয়েডিংস অ্যান্ড আ ফিউনারেল’।

মন্তব্যসাতদিনের সেরা