kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

ঘটনা কি সত্যি?

রংবেরং প্রতিবেদক   

১৩ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



ঘটনা কি সত্যি?

চলতি বছরের ১৪ এপ্রিল সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান হয় নায়িকা পরীমণির। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের পরী জানান, যেকোনো এক ১৪ এপ্রিল তাঁদের বিয়ে হবে। এরপর ফেসবুকে একসঙ্গে অনেক ছবি পোস্ট করেছেন পরী-তামিম। দেশের বাইরেও ঘুরতে গেছেন। কিন্তু হঠাৎই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন রটেছে। কেউ কেউ বলছেন, তাঁদের বাগদান নাকি ভেঙে গেছে! এমনকি বাগদানের ছবিও পরী পোস্ট থেকে সরিয়ে ফেলেছেন। দেড় মাস ধরে যোগাযোগও নেই দুজনের। ঘটনা কি সত্যি? ‘এখন দুজনের নতুন ছবি দিচ্ছি না। বাগদানের পরই তো আংটি খুলে রেখেছি। এখন থেকে কাজকে সামনে আনতে চাই। বয়ফ্রেন্ডের ছবি নয়। আর দুজনের আলাদা হওয়ার কী আছে! একসঙ্গে তো ছিলামই না। আমার কাছে কাজের চেয়ে প্রেম ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাজকে যদি কেউ অসম্মান করে, সেখানে আমি আপস করব না’ বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন পরী।

মন্তব্য