kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

ফাহিমকে নিয়ে ফরাসি ছবি আছেন দেপার্দ্যুও

রংবেরং প্রতিবেদক   

১৩ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফাহিমকে নিয়ে ফরাসি ছবি আছেন দেপার্দ্যুও

‘ফাহিম’ ছবিতে জেরার দেপার্দ্যু ও আহমেদ আসাদ

বাংলাদেশি ফাহিমকে নিয়ে ফ্রান্সে তৈরি হয়েছে চলচ্চিত্র। ‘ফাহিম’ নামের ছবিটি তৈরি করেছেন ফরাসি পরিচালক পিয়ের-ফ্রঁসোয়া মার্তা-লাভাল। ছবিতে আছেন ফ্রান্সের বিখ্যাত অভিনেতা জেরার দেপার্দ্যু। ঢাকার ডেমরার ছেলে ফাহিম মোহাম্মদ আলোচনায় আসেন ফ্রান্সে পাড়ি দেওয়ার পর। ২০০৮ সালে বাবা নূরে আলমের সঙ্গে মাত্র আট বছর বয়সে ফ্রান্সে যায় ফাহিম। তার বাবা চেষ্টা করেন রাজনৈতিক আশ্রয়ের। দুই বছর পর তা প্রত্যাখ্যাত হয়। প্যারিসে অবৈধ অভিবাসী হিসেবে কাটতে থাকে তাঁদের জীবন। এর মধ্যে আশীর্বাদ হয়ে আসে ফাহিমের দাবা খেলা। ছোটবেলা থেকে দাবাই ফাহিমের ধ্যান-জ্ঞান। সেটা এতটাই যে অবৈধ প্রবাসজীবনের দুঃসময়েও দাবার তালিম নিতে থাকে। একসময় প্যারিসের দাবা ক্লাব টমাস দু বুর্গেনেফে প্রশিক্ষণের ব্যবস্থাও হয়। এরপরই পাল্টে যেতে থাকে ফাহিমের জীবন। একে একে ফ্রান্সের জাতীয় জুনিয়র ‘অনূর্ধ্ব-১২’ দাবায় অপরাজিত চ্যাম্পিয়নসহ অনেক ট্রফি জেতে। ২০১৩ সালে গ্রিসে অনুষ্ঠিত বিশ্ব দাবা স্কুল চ্যাম্পিয়নশিপের ‘অনূর্ধ্ব-১৩’ বিভাগেও সেরা হয়ে তাক লাগিয়ে দেয়। মূল ধারার ফরাসি গণমাধ্যমে শুরু হয় ফাহিম-স্তুতি। এমন সাফল্যে শেষ পর্যন্ত ফাহিম ও তাঁর বাবাকে নাগরিকত্ব দেয় দেশটির সরকার। রূপকথার মতো ফাহিমের জীবনের এই গল্প নিয়ে ২০১৪ সালে ‘আ ক্ল্যানডেস্টাইন কিং’ নামে বই প্রকাশিত হয়। সে বই থেকেই এই ছবি। তবে ছবির বাংলাদেশ অংশের শুটিং হয়েছে ভারতে। কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায়। প্যারিসে তো হয়েছেই। ফাহিমের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ আসাদ, তার বাবা নূরে আলমের চরিত্রে মিজানুর রহমান। দুজনই প্রবাসী বাংলাদেশি। জেরার দেপার্দ্যু অভিনয় করেছেন ফাহিমের কোচের চরিত্রে। ‘দ্য লাস্ট মেট্রো’খ্যাত এই অভিনেতা ফ্রান্সের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুইবার সেরা অভিনেতার পুরস্কার জেতেন। এ ছাড়া ঝুলিতে আছে কান ও ভেনিস চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেতার পুরস্কার। আরো অভিনয় করেছেন ইসাবেল ন্যান্টি। তিনি পরিচিত ‘এমিলি’, ‘নট অন দ্য লিপস’, ‘আন্টি দানিয়েল’ ছবিগুলোর জন্য। অভিনয় করেছেন পরিচালক পিয়ের-ফ্রঁসোয়া মার্তা-লাভালও। তিনি মূলত অভিনেতা। মঞ্চ, টিভি, চলচ্চিত্রে অভিনয় করেছেন সমান তালে। ২০০৬ সালে ‘ট্রাই মি’ দিয়ে বনে যান নির্মাতা। পরিচালক হিসেবে ‘ফাহিম’ তাঁর ষষ্ঠ ছবি। ১৬ অক্টোবর ফ্রান্সে মুক্তি পাবে ‘ফাহিম’।

মন্তব্যসাতদিনের সেরা