kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

গানের সঙ্গে মডেলিং

রংবেরং প্রতিবেদক   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে গানের সঙ্গে মডেলিং

কয়েক মাস আগে ‘প্রেমিক বাঙাল’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন কাঙালিনী সুফিয়া। তাঁর সঙ্গে সহশিল্পী ছিলেন কনা ও মার্সেল। এবার তৈরি হলো গানটির ভিডিও। এতে মডেল হয়েছেন কাঙালিনী নিজেই! শুটিংয়ের সময়কার একটি ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা গেছে কাঙালিনীর নতুন লুক। তাঁর সঙ্গে আরো রয়েছেন নৃত্যশিল্পী ও মডেল হৃদি শেখ, মার্সেল ও একদল নৃত্যশিল্পী। ভিডিওটি নির্মাণ করেছেন রাজু রাজ। সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ভিডিওটি। শোনা যাবে বিভিন্ন অ্যাপসেও। মার্সেল বলেন, ‘আমরা চেয়েছি এই গানটির মাধ্যমে কাঙালিনী সুফিয়াকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে। ভিডিওতে সবাই নতুন এক কাঙালিনী সুফিয়াকে দেখতে পাবেন। এ জন্য তিনি অনেক পরিশ্রমও করেছেন।’

 

মন্তব্যসাতদিনের সেরা