kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

চেনা পথের অপরিচিতা

রংবেরং প্রতিবেদক   

১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচেনা পথের অপরিচিতা

আগামীকাল কুমারিকার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ওয়েব সিরিজ ‘চেনা পথের অপরিচিতা’। ৮ পর্বের সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। কেন্দ্রীয় চরিত্রে জাকিয়া বারী মম। এ ছাড়া রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব, এফ এস নাঈম, সুষমা সরকার, সাবেরি আলম, আনন্দ খালেদ, খালেকুজ্জামান, সাবিহা জামান প্রমুখ। সিরিজটির কনসেপ্ট ও ডিজিটাল পার্টনার সফ্টউইন্ড টেক লিমিটেড।

শিহাব শাহীন বলেন, ‘একজন নারীর পরিবার, সমাজ এবং নিজের ভেতরকার প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মানুষ হয়ে বাঁচতে চাওয়ার গল্প নিয়ে সিরিজটি। ১০ দিন ধরে এটির শুটিং হয়েছে। আমার বিশ্বাস সিরিজটি এখনকার দর্শকদের আকৃষ্ট করবে।’

মন্তব্যসাতদিনের সেরা