kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

আহত ভক্তের জন্য ফুল

রংবেরং ডেস্ক   

১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



আহত ভক্তের জন্য ফুল

ভক্তদের জন্য বরাবরই দিলদরিয়া টেইলর সুইফট। আগেও অসুস্থ অনেক ভক্তকে আর্থিক সাহায্য করেছেন, দেখতে গেছেন। এবার আহত এক ভক্তকে পাঠালেন ফুল ও চিঠি। লিন্ডসে সিজেমোর নামের ওই তরুণী যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের বাসিন্দা। মার্চ মাসে তিনি এক গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন। ঘাড়, পিঠ, পা ও হাতের কয়েকটি আঙুল ভেঙে যায়। এর পর থেকেই তাঁর ঠিকানা হাসপাতালে। দিন কয়েক আগে সুইফটকে ট্যাগ করে একটি ভিডিও পোস্ট করেন সিজেমোর। যেখানে কাঁদতে দেখা যায় ভক্তকে। যা প্রবলভাবে নাড়িয়ে দেয় সুইফটকে। ব্যস, সিজেমোরের দ্রুত আরোগ্য কামনা করে ফুল ও চিঠি পাঠিয়ে দেন গায়িকা। ৯ এপ্রিল প্রিয় গায়িকার হাতে লেখা চিঠি পেয়ে রীতিমতো অবাক সিজেমোর। চিঠি ও ফুলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘এটা অবিশ্বাস্য, আমি হতবাক। টেইলর সুইফট তোমাকে অনেক ধন্যবাদ। এটা আমার কাছে কতটা দামি তা তুমি ভাবতেই পারবে না।’

মন্তব্য



সাতদিনের সেরা