kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

বিরতিতে বিবার

রংবেরং ডেস্ক   

২৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাসখানেক হলো জাস্টিন বিবার অবসাদে ভোগার কথা প্রকাশ্যে জানিয়েছেন। স্ত্রী হেইলি বল্ডউইনকে সঙ্গে নিয়ে নিয়মিত কাউন্সেলিং করাচ্ছেন। ভক্তরাও চাইছেন, দ্রুত সুস্থ হয়ে নতুন অ্যালবাম উপহার দিন ‘দ্য বিবস’। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা বারবার বলছিলেন ভক্তরা। তবে নিকট ভবিষ্যতে সেটা হচ্ছে না। আপাতত সংগীত থেকে দূরে থাকার সিদ্ধান্ত ‘হোয়াট ডু ইউ মিন’ গায়কের। ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে জানিয়েছেন নিজেই, ‘এই মুহূর্তে আমার সব মনোযোগ মনের গভীরের এই সমস্যাগুলো দূর করায়, যাতে আমি ভেঙে না পড়ি। আমার সংসারটা নষ্ট না হয়। আমি যেন উপযুক্ত বাবা হতে পারি।’ আরো বলেন, ‘আপনারা টাকা খরচ করে কনসার্টে আসেন আমার প্রাণবন্ত পারফরম্যান্স দেখতে। মানসিক অবসাদের জন্য গত ট্যুরের শেষ দিকে আমি তা কিছুতেই পারছিলাম না।’

তবে গানের জগেক চিরতরে বিদায় বলেননি। ভক্তদের কথা দিয়েছেন, বিষণ্নতা দূর করেই দুর্দান্ত একটা অ্যালবাম উপহার দেবেন। ‘স্যরি’ গায়কের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই নিয়েছেন ভক্তরা। কমেন্টে জানাচ্ছেন, দুঃসময়ে তাঁরা প্রিয় তারকার পাশেই আছেন।

মন্তব্যসাতদিনের সেরা