kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

আরো খবর

২৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦         হঠাৎ সিদ্ধান্তে গতকাল ১৫টি হলে মুক্তি পেল দিলশাদুল হক শিমুলের ছবি ‘লিডার’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, ওমর সানী, নাদের চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহমেদ শরীফ।

♦         লিওনার্দো ডিকাপ্রিওর সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথা জানান বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভোগ ম্যাগাজিনের এক ভিডিও সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা জানান অভিনেত্রী।

♦         সারা আলী খান ও বরুণ ধাওয়ান জুটিকে দেখা যাবে ‘কুলি নম্বর ১’ রিমেক-এ।

♦         নিতেশ তিওয়ারির ‘ছিঁছোড়ে’তে অতিথি চরিত্রে দেখা যাবে আমির খানকে। ছবির প্রধান চরিত্রে থাকছেন সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর।

♦         ২০২০ সালের ঈদে একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ ও সালমান খানের ‘ইনশাআল্লাহ’।

মন্তব্যসাতদিনের সেরা