kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

বিয়ের উপহার গান

রংবেরং প্রতিবেদক   

২৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিয়ের উপহার গান

২০ মার্চ হয়ে গেল সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের বিয়ে। আগেই কথা দিয়েছিলেন বিয়ে উপলক্ষে নিজেকে এবং শ্রোতাদের উপহার দেবেন নতুন গান। কথা রাখলেন পুতুল। বিয়ের দিন বিয়ের পোশাকেই হাজির হলেন ফেসবুক লাইভে এবং প্রকাশ করলেন গান ‘সময়ের কাছে মিনতি’। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন পুতুল নিজেই। তাঁর ইউটিউব চ্যানেল ‘পুতুল গান’-এ পাওয়া যাবে গানটি। ভিডিও বার্তায় পুতুল বলেন, ‘নিজের বিয়েতে নিজেকেই উপহার দিলাম এই গান। আপনারাও শুনবেন, উপভোগ করবেন। শুভ কামনা সবার জন্য।’ পুতুলের স্বামী ইসলাম নুরুল কানাডাপ্রবাসী। ওয়েডিং ফটোগ্রাফির এজেন্সিও আছে তাঁর। পারিবারিকভাবেই তাঁদের বিয়ে হয়েছে বলে জানান পুতুল।

মন্তব্যসাতদিনের সেরা