kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

নেপথ্যে ক্রাইস্টচার্চ হামলা

নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় চলছে না হোটেল মুম্বাই

রংবেরং ডেস্ক   

২৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় চলছে না হোটেল মুম্বাই

‘হোটেল মুম্বাই’ ছবিতে দেব প্যাটেল

মুক্তির এক সপ্তাহ পরেই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হলো ‘হোটেল মুম্বাই’। ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে জঙ্গি হামলার প্রভাবেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছে ছবিটির পরিবেশক সংস্থা ‘আইকন’। ২০০৮ সালের মুম্বাই হামলা নিয়ে নির্মিত ছবিটিতে ইসলামী উগ্রবাদ দেখানো হয়েছে। ‘ক্রাইস্টচার্চ হামলার কারণে ছবিটি আপাতত প্রত্যাহার করে নেওয়া হয়েছে,’ জানান ‘আইকন’-এর এক মুখপাত্র। ১৪ মার্চ দুই দেশের প্রায় আড়াই শ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। দুই দেশের বক্স অফিসেই ভালো ফল করছিল, ছিল দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ান পরিচালক অ্যান্থনি মারাসের প্রথম ছবি এটি। নিজের দেশের দর্শককে ছবিটি না দেখাতে পেরে স্বভাবতই হতাশ তিনি। বলছেন, ‘দুঃখজনক হলেও সত্যি, ছবিটি মুক্তির উপযুক্ত সময় নয় এটা। পরে নিশ্চয়ই ছবিটি দেখার সুযোগ পাবে দর্শক।’

‘হোটেল মুম্বাই’য়ে অভিনয় করেছেন দেব প্যাটেল, অ্যামি হ্যামার, নাজনিন বনিয়াদি।

মন্তব্যসাতদিনের সেরা