kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

এখনো ডেটিং অ্যাপ!

রংবেরং ডেস্ক   

২২ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএখনো ডেটিং অ্যাপ!

বয়স ৫৩, এখনো বিয়ে করেননি। সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাই অবধারিতভাবেই প্রেম, বিয়ে নিয়ে প্রশ্ন শুনতে হয় সালমান খানকে। তাঁর প্রযোজিত সিনেমা ‘নোটবুক’-এর প্রচারণায় এসেও হলো তেমনটা। তবে সাংবাদিকদের প্রশ্নবাণ থেকে বাঁচতেই কি না, উত্তর দিতে গিয়ে অভিনেতা টেনে আনলেন প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রিয়াঙ্কা প্রসঙ্গের সূত্রপাত এক সাংবাদিকের প্রশ্ন থেকে। সেই সাংবাদিক জানতে চেয়েছিলেন, আজকের যুগে তরুণ-তরুণীরা যখন বাম্বল, টিন্ডারের মতো ডেটিং অ্যাপ নিয়ে ব্যস্ত, তখন ‘নোটবুক’-এ ‘আগের যুগের’ প্রেমকাহিনি কে দেখবে? সরাসরি উত্তরে না গিয়ে সালমান জবাব দেন স্বভাবসুলভ রসিকতায়, ‘বাম্বল তো প্রিয়াঙ্কার অ্যাপ। আচ্ছা, বিয়েশাদির পরও তাঁর এই অ্যাপ কেন লাগছে?’ বলেই হাসতে শুরু করেন অভিনেতা। প্রসঙ্গত, অন্যতম জনপ্রিয় ডেটিং অ্যাপ ‘বাম্বল’-এ গেল বছরই বড় অঙ্কের বিনিয়োগ করেন প্রিয়াঙ্কা। এ বছরই দীর্ঘ বিরতির পর সালমান-প্রিয়াঙ্কা জুটিকে বড় পর্দায় দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের কারণে ‘ভারত’ থেকে সরে দাঁড়ান অভিনেত্রী। পরে তাঁর চরিত্রে নেওয়া হয় ক্যাটরিনা কাইফকে। ছবিটি ৫ জুন মুক্তি পাবে।

মন্তব্যসাতদিনের সেরা