kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

আরো খবর

২১ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦         অজয় দেবগণের পর এবার ‘ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে নাম লেখালেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, পরিণীতি চোপড়া। ছবিতে আরো থাকবেন দক্ষিণী অভিনেতা রানা দগ্গুবাতি এবং পাঞ্জাবের এমি ভির্ক। ১৯৭১ সালের কিছু সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে ছবিটি।

♦         কোয়ান্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইন ইন হলিউড’ ছবিটির প্রিমিয়ার হবে এবারের কান চলচ্চিত্র উৎসবে।

♦         ‘হাস্টলার্স’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে কার্ডিবির। ছবিটিতে আরো অভিনয় করবেন জেনিফার লোপেজ।

♦         সিক্যুয়াল নয়, আসছে ‘সুইসাইড স্কোয়াড’-এর রিবুট। এ জন্যই ‘সুইসাইড স্কোয়াড ২’ না রেখে দ্বিতীয় ছবির নাম রাখা হচ্ছে ‘দ্য সুইসাইড স্কোয়াড’।

♦         ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে আলোচক হিসেবে থাকবেন মার্টিন স্করসেজি, রবার্ট ডি নিরো, গুলেরমো দেল তোরো, জেনিফার লরেন্স। এবারের উৎসব হবে ২৪ এপ্রিল থেকে ৫ মে।

♦         সাই-ফাই মার্শাল আর্ট ছবি ‘জিউ জিতসু’তে অভিনয় করবেন নিকোলাস কেজ।

মন্তব্যসাতদিনের সেরা