♦ জাহালমকে নিয়ে সিনেমা তৈরির সব কাজ এগিয়ে নিয়েছিলেন মারিয়া তুষার। জাহালমের চরিত্রে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক রিয়াজুল রিজুকে। কিন্তু গতকাল জানালেন, অনিবার্য কারণে ছবিটি এখন আর নির্মাণ করবেন না।
♦ পরিচালক রাজামৌলি ‘আরআরআর’ ছবির পুরো নাম সব ভাষায় একই হবে বলে জানালেও প্রযোজকরা জানালেন, একেক ভাষায় পুরো নাম একেকটা হবে। দর্শকদের কাছে বিভিন্ন ভাষায় নামও চাওয়া হয়েছে।
♦ ‘ইশক ভিশক’ ছবিটির সিক্যুয়াল নির্মাণের কথা জানিয়েছেন প্রযোজক রমেশ তৌরানি।
মন্তব্য