kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

নিজের জন্মদিনে অন্যকে উপহার

রংবেরং ডেস্ক   

২০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিজের জন্মদিনে অন্যকে উপহার

আলিয়া ভাট

১৫ মার্চ ছিল অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন। পরিবার-পরিজন আর ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে অনেক উপহারও পেয়েছেন তিনি। বাবা মহেশ ভাট ইনস্টাগ্রামে আলিয়ার  ছোটবেলার স্মৃতিময় ভিডিও পোস্ট করেন। প্রেমিক রণবীর কাপুর জন্মদিনের মধ্যরাতে সারপ্রাইজ পার্টির আয়োজন করেন। করণ জোহরসহ আলিয়ার ঘনিষ্ঠ বেশ কয়েকজন সেই পার্টিতে অংশ নেন। এ ছাড়া কয়েক দিন আগেই মুক্তি দেওয়া হয়েছে আলিয়ার আসন্ন ছবি ‘কলঙ্ক’র টিজার। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত আলিয়া নিজেও এবারের জন্মদিনটি বিশেষ করেছেন ড্রাইভার সুনীল ও সহকারী আনমলের স্বপ্ন পূরণ করে। দুজনেরই মুম্বাইতে নিজের বাড়ির স্বপ্ন ছিল। আর্থিক সচ্ছলতা না থাকায় পারছিলেন না। জন্মদিনের ঠিক আগে সুনীল ও আনমলকে ৫০ লাখ রুপি করে দুটি চেক উপহার দেন ‘হাইওয়ে’ নায়িকা। জানা গেছে, এরই মধ্যে মুম্বাইয়ের জুহু গলি ও খান ডানডায় দুটি বাড়ি বুকও করে ফেলেছেন তাঁরা।

মন্তব্যসাতদিনের সেরা