kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

তামান্না যদি ছেলে হতেন

রংবেরং ডেস্ক   

১৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতামান্না যদি ছেলে হতেন

শ্রুতি হাসানের আফসোস, তামান্না ভাটিয়া কেন ছেলে হলেন না! তাহলে কবেই তাঁকে বিয়ে করে ঘর বাঁধতেন! কিছুদিন আগে ‘ফিল্মফেয়ার তামিল’-এ প্রকাশিত শ্রুতির সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘কার সঙ্গে প্রেম করতে চান?’ উত্তরে শ্রুতি বলেন, ‘অবশ্যই তামান্না! ও ছেলে হলে অবশ্যই ওকে বিয়ে করতাম। ও এত অসাধারণ, কিছুতেই ছাড়তাম না।’

সাক্ষাৎকারে অভিনেত্রী কথা বলেন অন্য নানা প্রসঙ্গেও। যেমন—জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে বলেন ‘লাক’ ছবিতে অভিনয়ের কথা। ২০০৯ সালে এই ছবি দিয়েই বলিউডযাত্রা শুরু হয়েছিল তাঁর।

মন্তব্যসাতদিনের সেরা