kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

দীপিকার পাশে দীপিকা

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীপিকার পাশে দীপিকা

১৪ মার্চ লন্ডনের মাদাম তুসো জাদুঘরে নিজের মোমের মূর্তি উন্মোচন করেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিংও। অভিনেত্রী বলেন, লন্ডনের এই বিখ্যাত জাদুঘরে তাঁর মূর্তি থাকাটা বিশেষ কিছু। কারণ ৩৫ বছর আগে তাঁর মা উজালা পাড়ুকোন ঘুরতে এসেছিলেন এই জাদুঘরে। পরে এটা নিয়ে অনেক গল্প বলেছেন মেয়েকে। সেই জাদুঘরেই নিজের মূর্তি দেখাটা তাঁর কাছে খুবই আনন্দের।

মন্তব্যসাতদিনের সেরা