kalerkantho

ফরেস্ট গাম্প যখন লাল সিং

রংবেরং ডেস্ক   

১৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরেস্ট গাম্প যখন লাল সিং

অনেক দিন ধরেই তাঁর নতুন ছবি নিয়ে নানা জল্পনা ছিল। অবশেষে নিজের ৫৪তম জন্মদিনে আমির খান নিজেই নিশ্চিত করলেন ছবির নাম। জানালেন, ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত অদ্বৈত চন্দনের পরের ছবি ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করছেন তিনি, যা তৈরি হবে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ফরেস্ট গাম্প’-এর প্রেরণায়। টম হ্যাংকসের ছবিটি ছয়টি বিভাগে অস্কার জিতেছিল। আমির জানান, তিনিই হ্যাংকসের চরিত্র করবেন, ‘আমি মূল চরিত্র লাল সিং করব। এর মধ্যে আমরা প্যারামাউন্ট পিকচার্সের কাছ থেকে স্বত্ব কিনেছি। এখন শুটিংয়ের পূর্বপ্রস্তুতি চলছে। অক্টোবরে শুটিং হবে। আমার নিজের ছয় মাসের প্রস্তুতি নিতে হবে। ২০ কেজি ওজন কমিয়ে ছিপছিপে গড়নের হতে হবে।’ অনেক আগে থেকেই ‘ফরেস্ট গাম্প’-এর ভীষণ ভক্ত বলেও জানান অভিনেতা, ‘ছবিটির চিত্রনাট্য সব সময়ই খুব পছন্দের। অসাধারণ এক চরিত্রের গল্প। এটা পুরো পরিবার নিয়ে দেখার মতো দারুণ একটা ছবি।’

মন্তব্যসাতদিনের সেরা