kalerkantho

অনলাইনে অভিনয় শেখাবেন

রংবেরং ডেস্ক   

১৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅনলাইনে অভিনয় শেখাবেন

দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার। ১০ বছর বয়সে শুরুর পর করেছেন ৪০টিরও বেশি চলচ্চিত্র। ঝুলিতে আছে একটি অস্কার, দুটি গোল্ডেন গ্লোবসহ অনেক পুরস্কার। দীর্ঘ এই ক্যারিয়ারে অর্জন করা নিজের অভিজ্ঞতা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চান নাটালি পোর্টম্যান। এ জন্য অনলাইনে অভিনয়ের ক্লাস নেবেন তিনি। অনলাইন শিক্ষা বিষয়ক সাইট ‘মাস্টার ক্লাস’ [masterclass.com/np]-এ ঢুকে যে কেউ করতে পারেন এই ক্লাস। খরচ ৯০ ডলার [সাড়ে সাত হাজার টাকা প্রায়]। নাটালি তাঁর কোর্সে অভিনয়ের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেবন। কোন চরিত্রের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয়, শারীরিক ও মানসিকভাবে তৈরি হতে হয়, পরিচালকদের সঙ্গে কিভাবে কাজ করতে হয়, ভিন্ন ভিন্ন চরিত্রের জন্য কিভাবে কণ্ঠ ও শরীরী ভাষা বদলাতে হয়—এসব নিয়ে কথা বলবেন। অভিনেত্রী বলেন, ‘অভিনয় খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা। যে অভিনয় করতে চায় তাকে সৃজনশীল হতে হবে, নতুন কিছু করে দেখাতে হবে। এসব করতে গেলে ভুল হবেই, কিন্তু এভাবেই আপনি শিখবেন।’ ২৫ বছর ধরে চলচ্চিত্রজগতে কাজ করার অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে তিনি মুখিয়ে আছেন বলেও উল্লেখ করেন, ‘এত দিন ধরে আমার নিজের যা কাজে লেগেছে, সেসব পরামর্শ আশা করি অন্যদেরও কাজে লাগবে। সবই বলব আমি।’ নাটালি পোর্টম্যানের অভিনয় শেখানোর প্ল্যাটফর্ম ‘মাস্টার ক্লাস’ এবারই প্রথম এমন কোর্সের আয়োজন করছে না; আগে মার্টিন স্করসেজি, রন হাওয়ার্ড, স্পাই লি, জুডি ফস্টার, মিরা নায়ারসহ অনেকেই অনলাইনে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস নিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা