kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

দেশে ফিরছেন সিমলা

রংবেরং প্রতিবেদক   

১৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে ফিরছেন সিমলা

বলিউডের সিমলার প্রথম ছবি ‘সফর’-এর শুটিং-ডাবিং শেষ। সামনের সপ্তাহে পোস্টারের ফটোশুট। এর মধ্যেই নতুন একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সেটি শুরু হওয়ার আগে বাংলাদেশের একটি ছবি করবেন। এ জন্য ৭ এপ্রিল দেশে ফিরবেন সিমলা। বলিউডে কাজ ও নতুন ছবি সম্পর্কে জানতে গতকাল যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। মুম্বাই থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘টানা কয়েক মাস এখানে আছি। মীরা রোডে থাকছি। প্রযোজনা প্রতিষ্ঠান বাসা ঠিক করে দিয়েছে। দেশে ফিরে নতুন ছবি সম্পর্কে বিস্তারিত জানাব।’ নতুন ছবি সম্পর্কে মুখ না খুললেও সিমলা কথা বলেছেন সাম্প্রতিক নানা বিষয়ে; বিশেষত চট্টগ্রামের বিমান ছিনতাই প্রসঙ্গে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সঙ্গে তাঁকে না জড়ানোর অনুরোধ করেন অভিনেত্রী, ‘পলাশ আমার সাবেক স্বামী। আমাদের বিচ্ছেদও হয়েছে অনেক আগে। ভিডিও বার্তায় বিষয়টি সবার কাছে পরিষ্কার করেছি। আশা করি, দেশে ফেরার পর বিষয়টি নিয়ে আমাকে কেউ বিব্রত করবেন না।’

মন্তব্যসাতদিনের সেরা