kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

সবচেয়ে প্রভাবশালী নারী

রংবেরং ডেস্ক   

৯ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসবচেয়ে প্রভাবশালী নারী

নারী দিবস সামনে রেখে মার্কিন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’ প্রতিবছর শোবিজের প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে। এ বছর সেই তালিকায় স্থান পাওয়া একমাত্র বলিউড অভিনেত্রী সোনম কাপুর আহুজা। অবাক করার বিষয় হলো, সারা বিশ্বের নারীদের নিয়ে করা এই তালিকার সবার ওপরে উঠে এসেছেন ‘খুবসুরত’ অভিনেত্রী। তালিকা প্রকাশের পর সোনম নিজেও বেশ উত্ফুল্ল। কারণ তালিকায় আছেন এমিলি ব্লান্ট, মিকায়লা কোয়েল, অলিভিয়া কোলম্যানদের মতো অভিনেত্রীরাও। টুইটারে খবরটি শেয়ার করে সোনম লিখেছেন, ‘নামকরা অভিনেত্রীদের সঙ্গে একই তালিকায় নিজের নাম দেখতে পারাটা ভীষণ সম্মানের।’ সোনমকে তালিকার শীর্ষে রাখার কারণ হিসেবে ভ্যারাইটি অভিনেত্রীর সাম্প্রতিক ছবিগুলোকে বিবেচনায় নিয়েছে। গত বছর বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবি ‘সঞ্জু’তে অভিনয় করেছেন সোনম। এ ছাড়া করেছেন নারীদের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নির্মিত দুটি ছবি—‘ভিরে দ্য ওয়েডিং’ ও ‘প্যাডম্যান’। এই ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’। সমকামিতার গল্প নিয়ে বলিউডের মূলধারায় এটিই প্রথম ছবি। এ ধরনের ছবিতে অভিনয়ের ব্যাপারে সোনম ভ্যারাইটিকে বলেছেন, ‘ছকে বাঁধা প্রথাগত চিন্তাভাবনা সব সময়ই ভয়ংকর ও ক্ষতিকর। আমি সব সময় তা ভাঙার চেষ্টা করি।’

মন্তব্যসাতদিনের সেরা