kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

কিসের এত অভিমান!

রংবেরং প্রতিবেদক   

৯ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকিসের এত অভিমান!

শিক্ষকতার পাশাপাশি মডেলিং-অভিনয়ে এসে অল্প সময়ের মধ্যেই নাম কামিয়েছেন। বিশেষ দিনের টিভিনাটক মানেই মনোজ প্রামাণিক অভিনীত নাটক। ঈদ, ভালোবাসা দিবসের পর নারী দিবসের বিশেষ নাটকেও অভিনয় করেছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এই প্রভাষক। মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, রেদওয়ান রনি, চয়নিকা চৌধুরীসহ নামি প্রায় সব পরিচালকের সঙ্গেই কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে তাঁর দুটি ছবি—‘শনিবার বিকেল’ ও ‘ইতি, তোমারই ঢাকা’। তরুণ এই অভিনেতা হঠাৎ বৃহস্পতিবার রাতে শোবিজ ও শিক্ষকতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ফেসবুকে, ‘চাকরি ছেড়ে দিয়েছি। আর কোনো দিন শুটিং করব না সিদ্ধান্ত নিয়েছি। আজ রাতেই সারা জীবনের জন্য রাধানগরে মা-বাবার কাছে ফিরে যাচ্ছি। আর কোনো দিন ফিরব না। কারণ মা-বাবার আমাকে দরকার। আমি আর কিচ্ছু চাই না।’

কিন্তু কেন এমন সিদ্ধান্ত, জানতে ফোন দিলে মনোজের নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ৭ মার্চ কর্তৃপক্ষের কাছে অব্যাহতিপত্র জমা দিয়েছেন মনোজ। কমিটি এখনো তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। ধারণা করা হচ্ছে, অভিমান থেকেই মনোজ এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কী সেই অভিমান? জানাতে পারলেন না মনোজের সহকর্মীরাও।

মন্তব্যসাতদিনের সেরা