kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

কনসার্ট করতে দেশে

রংবেরং প্রতিবেদক   

৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকনসার্ট করতে দেশে

দুটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ২৩ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছেন তিনি। ২৮ ফেব্রুয়ারি ও ৪ মার্চ কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয় কনসার্ট দুটি। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর এবারই প্রথম নিজ দেশে কনসার্ট করলেন ফুয়াদ; তা-ও আবার চার বছর পর! ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’-এর হয়ে কনসার্টে আরো পারফরম করেন জোহান, শুভ, এলিটা করিম, জন, জেরিফ, আমজাদ, তাশফি ও পাভেল।

ফুয়াদ বলেন, “চার বছর পর দেশের মঞ্চে গান করেছি। বিষয়টি খুবই আবেগের। ক্যান্সার জয় করে আবার গান করতে পারব কি না এ নিয়ে খুব ভয়ে ছিলাম। সেখান থেকে ফিরে আসাটাও আমার জন্য আনন্দের! ধন্যবাদ দিতে চাই আয়াজক এবং ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’-এর  বন্ধুদের।”

গতকাল কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন ফুয়াদ। আজ সকালেই উড়াল দেবেন নিউ ইয়র্কের উদ্দেশে।

মন্তব্যসাতদিনের সেরা