kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

অস্কার জিতে নগদ লাভ

রংবেরং ডেস্ক   

৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘গ্রিন বুক’ অস্কার পাওয়ায় অনেকেই খুশি হতে পারেননি। টুইটারে তো রীতিমতো সমালোচনার ঝড়! সাধারণ দর্শক অবশ্য এসবের থোড়াই কেয়ার করছেন। প্রমাণ মিলেছে বক্স অফিসের হিসাবেই। গত আট বছরের মধ্যে অস্কার জিতে বক্স অফিসে সবচেয়ে বড় লাফটা দিয়েছে ‘গ্রিন বুক’। অস্কারের পরের সপ্তাহেই আয় করেছে ৪৭ লাখ ডলার [প্রায় ৪০ কোটি টাকা]। ‘দ্য কিংস স্পিচ’-এর পরে আর কোনো অস্কারজয়ী চলচ্চিত্রই এত আয় করতে পারেনি। মাঝের বছরগুলোতে ‘দি আর্টিস্ট’ ছাড়া আর কোনো সিনেমা এমনকি ২০ লাখের ঘরই ছাড়াতে পারেনি। অথচ রাজ্যের সমালোচনার মধ্যেও ‘গ্রিন বুক’ ছাড়িয়ে গেছে সবাইকে। ভালো করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও। চীনে মুক্তির প্রথম সপ্তাহেই তুলে নিয়েছে ১৭ লাখ ডলার। ‘টাইটানিক’-এর পর অস্কারজয়ী কোনো চলচ্চিত্রের পক্ষে এটাই সর্বোচ্চ আয়। ‘পুরস্কার অবলম্বন করেই ছবিটির বক্স অফিসের আয় ফুলেফেঁপে উঠেছে,’ মন্তব্য করেছেন বক্স অফিস বিশ্লেষক জেফ বক। নভেম্বরে মুক্তির সময় ছবিটি খুব একটা সুবিধা করতে পারেনি। কিন্তু জানুয়ারিতে গোল্ডেন গ্লোবে সেরা কমেডির পুরস্কার জেতার পর থেকেই বক্স অফিস ভাগ্য খুলতে শুরু করে।

মন্তব্যসাতদিনের সেরা