kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

নেটফ্লিক্সমুক্ত অস্কার চান স্পিলবার্গ

রংবেরং ডেস্ক   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনেটফ্লিক্সমুক্ত অস্কার চান স্পিলবার্গ

এবারের অস্কারে সর্বোচ্চ ১০ মনোনয়ন পেয়ে তিনটিতে জিতেছে আলফনসো কুয়েরনের ‘রোমা’। সিনেমাটির প্রযোজক নেটফ্লিক্সকে অবশ্য এখনো চলচ্চিত্রজগতের অনেকেই ভালো চোখে দেখতে পারেন না। সেটা তাঁদের প্রেক্ষাগৃহে ছবি মুক্তি না দেওয়ার নীতির জন্য। এই দলে আছেন স্টিফেন স্পিলবার্গও। ভবিষ্যতে নেটফ্লিক্স, হুলু বা ‘অ্যামাজনের মতো স্ট্রিমিং সাইট প্রযোজিত চলচ্চিত্র যাতে অস্কারে না যায়, তিনি নাকি সেই সুপারিশই করতে যাচ্ছেন অস্কারের বোর্ড অব গভর্নরসের কাছে। স্পিলবার্গের নিজস্ব প্রযোজনা সংস্থা আমব্লিন এন্টারটেইনমেন্টের এক কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে এ কথা।

নেটফ্লিক্সের অনলাইন-অনলি রিলিজ পলিসির বিরুদ্ধে স্পিলবার্গ এবারই প্রথম বললেন এমনটি নয়; এর আগেও তিনি পরিচালকদের আহ্বান জানিয়েছিলেন, যেন তাঁরা তাঁদের সিনেমা স্ট্রিমিং সার্ভিসে নয়, ‘বড় কালো পর্দায়’ মুক্তি দেন। অনেকেই মনে করছেন, অস্কারে বিচারকদের নেটফ্লিক্সবিরোধী মনোভাবের জন্যই এবার সেরা ছবি হয়নি ‘রোমা’। পশ্চিমা চলচ্চিত্র পরিবেশনার সঙ্গে জড়িত প্রায় সবাই স্ট্রিমিং সার্ভিসগুলোর এই অনলাইন-অনলি রিলিজ পলিসির বিরুদ্ধাচরণ করছেন। তবে অনেক বিখ্যাত পরিচালক এসব থোড়াই কেয়ার করছেন। গুলেরমো দেল তোরো, মার্টিন স্করসেজি, কোয়েন ব্রাদার্সদের মতো পরিচালকরা এরই মধ্যে নেটফ্লিক্সের জন্য সিনেমা বানিয়েছেন। সমালোচকরা বলছেন, স্ট্রিমিং সাইট ও বিভিন্ন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের মধ্যে দ্রুতই সমঝোতায় আসতে হবে। তা না হলে গতবারের মতো এবারও কানের মতো উৎসবে নেটফ্লিক্সের ছবি বাদ পড়বে।

মন্তব্যসাতদিনের সেরা