kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

রণবীরের প্রশংসায় স্মিথ

রংবেরং ডেস্ক   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরণবীরের প্রশংসায় স্মিথ

ভালোবাসা দিবসে ‘গলি বয়’ মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন রণবীর সিং। কট্টর সমালোচকরাও তাঁর পারফরম্যান্সে মুগ্ধ। বলিউড তারকাদের প্রশংসা তো পাচ্ছেনই; এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলিউড অভিনেতা উইল স্মিথ। ‘গলি বয়’-এ রণবীর করেছেন র‌্যাপারের চরিত্র। স্মিথ নিজেও একজন র‌্যাপার। পর্দায় রণবীরের পারফরম্যান্স কতটা ভালো লেগেছে বোঝা যায় স্মিথের কথায়। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে অভিনেতা বলেন, “ইয়ো রণবীর, অভিনন্দন। ‘গলি বয়’-এ যা করেছ তাতে মুগ্ধ হয়ে গেছি। বিশ্বজুড়ে হিপহপ নিয়ে কাজ দেখাটা দারুণ।’ এ ছাড়া ছবির সংলাপ ‘আপনা টাইম আয়েগা’ [আমারও সময় আসবে] ভিডিওতে ব্যবহার করেন তিনি। এদিকে মুক্তির পর থেকে ভালোই ব্যবসা করছে যোয়া আখতারের ছবিটি। দুই দিনে আয় করেছে ৩২ কোটি রুপি।

মন্তব্যসাতদিনের সেরা