kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

ভালোবাসা দিবসে বাগদান

রংবেরং প্রতিবেদক   

১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভালোবাসা দিবসে বাগদান

অবশেষে দীর্ঘদিনের প্রেমিক তামিম হাসানের সঙ্গে বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নায়িকা পরীমণি। ‘স্বপ্নজাল’ অভিনেত্রী জানান, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাঁর বারিধারার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শুভ কাজটি সম্পন্ন হয়। বর তামিম হাসান তাঁর ফেসবুকে ‘সিঙ্গল’ থেকে ‘এনগেজড’ হয়েছেন। গতকাল পরীমণিও তামিমের সঙ্গে ভালোবাসা দিবস উদ্যাপনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেসব ছবিতে তাঁর হাতের অনামিকায় শোভা পাচ্ছিল বাগদানের আংটি।

পরী জানালেন, শিগগিরই জমজমাট আয়োজন করে বিয়েটাও সেরে ফেলবেন।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এই জুটি প্রেমের ঘোষণা দেন। এরপর কোনো রাখঢাক না করেই নিজেদের সম্পর্ককে সবার সামনে উপস্থাপন করেছেন বারবার। একসঙ্গে দেশ-বিদেশও ঘুরে বেড়িয়েছেন। আর এ কারণে অনেকে ধারণা করে, বেশ আগেই দুজনের বিয়ে হয়েছে। তবে এ বিষয়ে পরী কিংবা তামিম মুখ খোলেননি।

মন্তব্যসাতদিনের সেরা