kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

গুরুতর অসুস্থ জাহানারা

রংবেরং প্রতিবেদক   

১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগুরুতর অসুস্থ জাহানারা

সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী জাহানারা ভুঁইয়া গুরুতর অসুস্থ। ১৪ মাস ধরে যুক্তরাষ্ট্রের মিনিসোটা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অনেক দিন ধরেই ডায়াবেটিস রোগে ভুগছেন তিনি। যার কারণে দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। জাহানারার ভাই মনজুর এলাহী বলেন, ‘সপ্তাহে তিন দিন ডায়ালিসিস করাতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এখনই অন্তত একটি কিডনি সংযোজন করা না গেলে বাঁচানো সম্ভব হবে না। আশায় আছি, কেউ একজন একটি কিডনি দান করে জাহানারাকে বাঁচাতে এগিয়ে আসবেন।’ জাহানারার চলচ্চিত্রে অভিষেক ঘটে গীতিকার হিসেবে। স্বামী চিত্র পরিচালক সিরাজুল ইসলামের ‘নিমাই সন্ন্যাসী’তে প্রথম গান লেখেন তিনি। ‘সত্তা’ ছবিতে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে অভিনেত্রী জাহানারার। তিন শতাধিক ছবিতে চরিত্রাভিনেত্রী হিসেবে দেখা গেছে তাঁকে। ‘সিঁদুর নিও না মুছে’ তাঁর পরিচালিত প্রথম ছবি।

মন্তব্যসাতদিনের সেরা