kalerkantho

অনন্য রেকর্ড

রংবেরং ডেস্ক   

১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনন্য রেকর্ড

‘আ স্টার ইজ বর্ন’ ছবিতে ব্রাডলি কুপার ও লেডি গাগা

দিন কয়েক আগেই চূড়ান্ত হয়েছে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটার মনোনয়ন। ৭২তম বাফটায় সাত-সাতটি মনোনয়ন পেয়েছেন অভিনেতা ব্রাডলি কুপার। গেল বছর মুক্তি পাওয়া নিজের পরিচালিত প্রথম ছবি ‘আ স্টার ইজ বর্ন’ দিয়ে দর্শক-সমালোচক দুই পক্ষেরই প্রশংসা পেয়েছেন। এবার করলেন মনোনয়নের রেকর্ড। কুপার একই সঙ্গে সেরা অভিনেতা, পরিচালক, ছবি, চিত্রনাট্যসহ গুরুত্বপূর্ণ সব বিভাগেই মনোনয়ন পেয়েছেন, যা ৭২ বছরের বাফটার ইতিহাসে প্রথম। বাফটার পরিচালক এমা বায়ের বলেন, ‘ব্রাডলি কুপার প্রযোজক, পরিচালক, অভিনেতা, লেখক, সংগীত পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন। এমনটা আগে কখনোই ঘটেনি।’ এর আগে বাফটার আসরে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন জর্জ ক্লুনি। ২০০৫ সালে তিনি পরিচালক, পার্শ্ব-অভিনেতাসহ কয়েকটি শাখায় মনোনয়ন পেয়েছিলেন। তবে কুপারের সমান অবশ্যই নয়। ১১ ফ্রেব্রুয়ারি দেওয়া হবে এবারের বাফটা।

মন্তব্য