kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

আমিরকে ফেরালেন

রংবেরং ডেস্ক   

৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমিরকে ফেরালেন

মাসখানেক আগেই দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন আমির খান। এর পর থেকেই গুঞ্জন, দুজন একসঙ্গে কাজ করবেন। পরে জানা যায়, নিজের প্রযোজিত ‘মহাভারত’-এ দীপিকাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমির। নতুন খবর, প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন দীপিকা! নিজের স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’-এ দ্রৌপদীরূপে দীপিকাকে চেয়েছিলেন আমির; কিন্তু রাজি হননি দীপিকা। চরিত্র পছন্দ বা অপছন্দের ব্যাপার নয়, দীপিকা প্রস্তাব ফিরিয়েছেন মূলত সময় না থাকায়। বিয়ের জন্য দীর্ঘদিন কাজ থেকে বিরতিতে ছিলেন অভিনেত্রী। এ ছাড়া ‘পদ্মাবৎ’-এর শুটিংয়ে পাওয়া কাঁধের চোটও তাঁকে বেশ ভুগিয়েছে। দীর্ঘ সময় কাজ না করায় হাতে অনেক ছবির কাজ জমে গেছে। বছর শুরু করবেন মেঘনা গুলজারের ছবি দিয়ে। এই ছবির প্রযোজকও দীপিকা। নিজের প্রযোজিত প্রথম ছবি যত্ন নিয়েই করতে চান। এরপর আছে বিশাল ভরদ্বাজের ছবি। আরো বেশ কয়েকজন পরিচালককেও প্রাথমিক সম্মতি দিয়ে রেখেছেন। মূলত এসব ব্যস্ততার জন্যই ‘মহাভারত’ ছেড়েছেন। দীপিকার আরেকটি ঘনিষ্ঠ সূত্র জানায়, দ্রৌপদীর চরিত্র করতে যে দীর্ঘ প্রস্তুতির দরকার, সেটা ওর হাতে নেই। এ জন্যই আমিরকে ‘না’ বলতে হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা