kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

দেবের দিদি অপু

রংবেরং প্রতিবেদক   

৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেবের দিদি অপু

হায়দরাবাদ বাংলা সমিতির আয়োজনে শুক্রবার ভারতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব—আয়না ২০১৮’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের বেশ কয়েকজন তারকা। ঢালিউড তারকা অভিনেত্রী অপু বিশ্বাস এবারের আসরের শুভেচ্ছাদূত। টালিগঞ্জ তারকা দেবের সঙ্গে যৌথভাবে ‘দুই বাংলা মৈত্রী পুরস্কার’ও পেয়েছেন অপু। পুরস্কার প্রাপ্তির পর দুজন একসঙ্গে ছবিও তুলেছেন। তার আগে মঞ্চে উঠে দেব বলেছিলেন, ‘অপু দিদির সঙ্গে এবারই আমার প্রথম দেখা। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, এটা আমাদের জন্য অনেক সম্মানের।’ দুই বাংলার সিনেমা নিয়েও একে অপরের সঙ্গে কথা বলেন অপু-দেব। এই আয়োজন ও পুরস্কার সম্পর্কে অপু বলেন, ‘সিনেমা সম্পর্কিত যেকোনো পুরস্কার পেলেই ভালো লাগে। আরো ভালো লাগত, যদি উৎসবে আমার কোনো ছবি থাকত।’ উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের চারটি, পশ্চিমবঙ্গের পাঁচটি এবং তামিলনাড়ুর একটি ছবি। বাংলাদেশের চারটি ছবি হলো ‘অজ্ঞাতনামা’, ‘খাঁচা’, ‘কালের পুতুল’ ও ‘ড্রেসিং টেবিল’।

মন্তব্যসাতদিনের সেরা