kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

জেনের আহ্বান

রংবেরং ডেস্ক   

৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজেনের আহ্বান

ডোনাল্ড ট্রাম্পকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করলেন হলিউড অভিনেত্রী জেন ফোন্ডা। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। ফলে এই সময়কেই বেছে নিলেন নিজের মত প্রকাশের। দুইবারের অস্কার বিজীয় এই অভিনেত্রী বলেন, ‘ভোট দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সময় এর আগে আর আসেনি। আমাদের গণতন্ত্র আজ ভঙ্গুর আর আক্রমণের শিকার। এভাবে বেশিদিন চলতে দেওয়া যেতে পারে না। ভোট হচ্ছে একমাত্র মাধ্যম যার মাধ্যমে এসব বন্ধ করা যেতে পারে। সবার ভোট দেওয়া উচিত এবং আশা করি, সবাই সেটা করেও দেখাবে।’

ডোনাল্ড ট্রাম্প যে ক্রমাগত গণমাধ্যমকে আক্রমণ করেন সেটা নিয়েও কথা বলেন জেন। তিনি বলেন, ‘থার্ড রাইখ আর অ্যাডলফ হিটলারের উত্থানের ইতিহাসের সঙ্গে যদি ট্রাম্পকে মেলান তাহলে দেখতে পাবেন তাদের মধ্যে এক জায়গায় মিল আছে। হিটলার প্রথম দিকে গণমাধ্যমকে আক্রমণ করে ফ্যাসিবাদীর দিকে এগিয়ে গেছে। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে স্বাধীন গণমাধ্যম। আজ সেই গণমাধ্যম আক্রমণের শিকার।’

মন্তব্যসাতদিনের সেরা