kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

সিঙ্গাপুরে দুই বন্ধু

১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিঙ্গাপুরে দুই বন্ধু

অপু বিশ্বাসের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব সুজানা জাফরের। দেখা হলেই আড্ডা-গল্পে মেতে ওঠেন নায়িকা আর মডেল-অভিনেত্রী। দুই বন্ধু এবার ঘুরে বেড়াচ্ছেন সিঙ্গাপুরে। একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যান অপু। আর অপুর সঙ্গে পরিকল্পনা করেই সেখানে হাজির হন সুজানা। ১৪ অক্টোবর দুজন সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান। অপু ও আব্রামের সঙ্গে তোলা কয়েকটি ছবি নিজের ফেসবুকেও শেয়ার করেন সুজানা। বলেন, ‘এখানে অপুর শো ছিল। আমি এসেছি তার সঙ্গে আড্ডা দিতে। আমাদের গল্পের শেষ নাই। এখন একসঙ্গে সিঙ্গাপুরে আছি। ডিসেম্বরে অপু ও আব্রাম আমার সঙ্গে দুবাই যাবে। সেখানেও অনেক ঘুরব।’

 

মন্তব্যসাতদিনের সেরা