kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

ঝন্টুর ৭৫

রংবেরং প্রতিবেদক   

৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝন্টুর ৭৫

বাংলাদেশ চলচ্চিত্রের সর্বাধিক ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। ক্যারিয়ারের ৭৫তম ছবির শুটিং শুরু করেছেন এফডিসিতে। ‘আকাশ মহল’ নামের ছবির নায়িকা  আইরিন। প্রথমবারের মতো তিনি সুপার হিরোইনের চরিত্রে অভিনয় করছেন। ঝন্টু বলেন, ‘দর্শক নকল গল্পের ছবি দেখতে দেখতে বিরক্ত। আমি সব সময় মৌলিক গল্প নিয়ে কাজ করি। এই গল্পটিও মৌলিক। শুরুতে আইরিনকে সহজ সাধারণ মেয়ে হিসেবে দেখা যাবে। কিন্তু ভেতরে ভেতরে তার যে অলৌকিক শক্তি রয়েছে, তা সে নিজেও বুঝে উঠতে পারে না। একসময় মন্দ লোকরা তার ক্ষতি করতে চাইলে নিজেকে বাঁচাতে গিয়েই জানতে পারে সে আর দশটা মেয়ের মতো নয়!’ ছবির নায়ক এখনো চূড়ান্ত না হলেও পার্শ্বচরিত্রগুলো নিয়ে চলছে শুটিং। তা দারুণ উপভোগ করছেন বলে জানালেন আইরিন, ‘এমন গুণী পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটা সৌভাগ্যের কথা। আগে এ ধরনের চরিত্রে কখনো অভিনয় করিনি। আশা করি, দর্শকরা ছবিটি পছন্দ করবে।’

 

 সাতদিনের সেরা